চাঁপাইনবাবগঞ্জে সাপে কামড়ানোর ৬দিন পর যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে আলমগীর হোসেন (৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে সাপে কামড়ানোর ৬দিন পর যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে আলমগীর হোসেন (৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে। ৬ দিন পর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলমগীর গোমস্তাপুর উপজেলার রাধনগর ইউনিয়নের বেগপুর গ্রামের মৃত সাদির আলীর ছেলে।

এর আগে গত ৩১ আগস্ট গোমস্তাপুর উপজেলার রাধনগর ইউনিয়নের বেগপুর গ্রামে বাড়ির পাশে দৈইলা বিলে তাকে সাপে কাটে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ৩১ আগস্ট বিকালে দৈইলা বিলে মাছ ধরতে যায় আলমগীর। বিলের ঘাটে বাঁধা নৌকাতে ওঠার সময় একটি সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৬ দিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যায়।