আওয়ামীলীগকে আমরা দল হিসেবে নিষিদ্ধ চাইনা,তবে তাদের অপকর্মের বিচার চাই

১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া

আওয়ামীলীগকে আমরা দল হিসেবে নিষিদ্ধ চাইনা,তবে তাদের অপকর্মের বিচার চাই

মো: নাহিদ উজ্জামান শিবগঞ্জ প্রতিনিধি:১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া  

আওয়ামীলীগকে আমরা দল হিসেবে নিষিদ্ধ করার বিপক্ষে, তবে তাদের ১৬ বছরের যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন হয়েছে তার বিচার চাই।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে মেগা প্রকল্প হাতে নিয়েছিল এবং মেগা দুর্নীতি করেছিল। আর যার কারণে আজ তাদের দেশ ছাড়তে হয়েছে।

নিবাচন প্রসঙ্গে তিনি বলেন, তাদের অধীনে যে ৩ টি নিবাচন অনুষ্ঠিত হয়েছে সবকটিই প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগ শুধু দুর্নীতি করেনি তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে।বিরোধী দলগুলো দমন করতে গিয়ে তারা গণহত্যায় মেতে উঠে। তাই দলটির নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।  

সোমবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল আয়োজিত যুবসমাবেশে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্ব এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দীর্ঘদিন পর নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সভায় যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।ভক্সপপ: ২ জন যুবদলের নেতার।এর আগে সোমবার বিকেল তিনটা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে যুবদল ও মূল দলের নেতাকর্মীরা শিবগঞ্জ সরকারি মডেল স্কুল মাঠে এসে উপস্থিত হন। পুরো মাঠ উপচে বিভিন্ন ভবনে নেতা কর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়। ব্যাপক লোকসমাগমের কারণে বিএনপি'র পক্ষ থেকে শহরের তিনটি স্পটে বড় পর্দার মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়। শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দলটি।