চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ দুইজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৪৭০পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক কর হয়।
আটক ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গোঠাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান (৩৫) এবং একই এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো.তেজামুল (৪২)।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদক চালান সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলা মোড় এলাকায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশী করে র্যাব। তল্লাশীতে দুই মোটরসাইকেল আরোহির সঙ্গে রাখা ৪৭০টি ইয়াবা উদ্ধার হয়। আটকদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।