সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি: বগুড়া জেলার সবলপুর কুরিপাড়ার মৃত ওসমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০) ও একই জেলার সরলপুর পশ্চিমপাড়ার মৃত অছিমুদ্দিন আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৬)।
শনিবার (১৪ সেপ্টেম্বর )বিকাল চারটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন ভুইয়াগাতী বাজারা বগুড়া হতে সিরাজগঞ্জগামী মহাসড়কে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি টাটা মিনি ট্রাককে তল্লাশী করলে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন ভুইয়াগাতী বাজারা বগুড়া হতে সিরাজগঞ্জগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি টাটা মিনি ট্রাকে অভিযান চালিয়ে সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে