পাবনায় ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল পাবনায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার

পাবনায় ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল পাবনা জেলায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন: পাবনা জেলার কাশিনাথপুর থানাধীন শিবপুর মধ্য পাড়ার আব্দুর রাজ্জাক আলীর ছেলে আলামিন শেখ (২৮),একই জেলার সাঁথিয়া থানাধীন সারিয়াপুর গোপালপুর আত্রাইশোডা এলাকার ওয়াজেদ শেখ আলীর ছেলে রাকিব শেখ (২৫)।

গত শুক্রবার (৩১ মে) দুপুর সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন দাড়িয়াগদাই পশ্চিম পাড়া সামনে চেকপোস্ট বসিয়ে একটি মিনি খালী ট্রাককে তল্লাশী করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয় ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার সাঁথিয়া থানাধীন দাড়িয়াগদাই পশ্চিম পাড়া সামনে চেকপোস্ট বসিয়ে একটি মিনি খালী ট্রাককে তল্লাশী করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।