‎নবীগঞ্জে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে

‎নবীগঞ্জে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু 
সংগ্রহীত ছবি

স্বপন রবি দাস হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঞ্জারাই গ্রামের রতিশ সরকারের তিন বছরের ছেলে শ্রাবণ সরকার, চাচাতো ভাই জগাই সরকারের চার বছরের ছেলে শুভ সরকার এবং তাদের ফুফাতো বোন, বাউশা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ব্রজ লাল সরকারের পাঁচ বছর বয়সী কন্যা অহনা রানী সরকার বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা রতিশ সরকারের বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়।

‎অনেক খোঁজাখুঁজির পর এক নারী পুকুরে অহনা রানীর ভাসমান দেহ দেখতে পান এবং দ্রুত তাকে উদ্ধার করেন। খবর পেয়ে এলাকাবাসী পুকুরে নেমে ও জাল ফেলে খোঁজাখুঁজি করে আরও দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে তিনজনকেই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বলেন, “শিশুদের হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে।

‎নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনা। আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

‎একই পরিবারের তিন শিশুর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে চলছে শোক ও স্তব্ধতা। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।