শিবগঞ্জে চোরাই মোবাইলসহ তিনজন গ্রেফতার
৭৮টি চোরাই মোবাইলসহ তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব ও বিজিবির একটি যৌথ অভিযানিক দল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রাম থেকে ৭৮টি চোরাই মোবাইলসহ তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব ও বিজিবির একটি যৌথ অভিযানিক দল।
গ্রেফতার কৃতরা হলেন, ছত্রাজিতপুর সোনাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল কাদের জিলানী চন্ডির ঘোষপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুইট (২১) ও কুমারপাড়া গ্রামের নেস মোহাম্মদের ছেলে ইউসুফ বিশ্বাস (২৮)।
আজ বুধবার দুপুরে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক পেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৫।
র্যাব জানায়,আসামীরা মোবাইল চোরাকারবারির একটি সংঘবদ্ধ চক্র। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মোবাইল সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। ৫০ বিজিবি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরেই এই চোরাচালান চক্রের বিষয়ে র্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুইটি বাড়িতে অভিযান পরিচালনা করে যথাক্রমে ১৯টি এ ১৬টি মোবাইল সর্বমোট ৭৮টি অবৈধ মোবাইল উদ্ধার করতে সক্ষম হই।
এ ব্যপারে গ্রেফতার কৃতদের নামে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।