চাঁপাইনবাগঞ্জের পাগলা নদীতে এক যুবকের মরদেহ উদ্ধার
রানিহাটী ইউনিয়নের পাগলা নদীতে ঝাঁপ দিয়ে সুমন (২৬) নামের মানুষিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের পাগলা নদীতে ঝাঁপ দিয়ে সুমন (২৬) নামের মানুষিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর বুধবার বেলা ১১ টার দিকে পাগলা নদীতে সুমনের মরদেহ উদ্ধার করে।
মৃত সুমন চাঁপাইনবাবগঞ্জ জেলার,সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
সুমনের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, সুমন মানুষিক ভারসাম্যহীন। সে দীর্ঘদিন থেকে মানুষিক সমস্যায় ভুগছিলো। মঙ্গলবার দুপুরে গোসল করতে বাড়ি থেকে বের হয়। রামচন্দ্রপুরহাট-কুথনীপাড়া হাসপাতাল ঘাটে গিয়ে বেলা দেড়টার দিকে ব্রীজের উপর থেকে পাগলা নদীতে ঝাপ দেয়, সুমন সাঁতরে তীরে উঠতে পারেনি, নিখোঁজের ২১ ঘন্টা পর আজ বুধবার (৩০ আগষ্ট) একই স্থান থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
রানিহাটী ইউনয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ রহমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি সত্যি দুঃখজনক। পাগলা নদীতে সুমনকে অনেক খুঁজাখুঁজির ২১ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ২১ ঘন্টা পর সুমনের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।