নাসিরনগর পাবলিক লাইব্রেরিতে বই পড়ুয়াদের পুরস্কার প্রদান
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে সর্বোচ্চ উপস্থিত থেকে বই পড়ুয়াদের মাঝে পুরস্কার প্রদান
 
                                সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে সর্বোচ্চ উপস্থিত থেকে বই পড়ুয়াদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার ৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরিতে ফেব্রুয়ারী,মার্চ এপ্রিল,মে,জুন,জুলাই,আগস্ট, সেপ্টেম্বর মাসের ধারাবাহিকতায় অক্টোবর মাসে লাইব্রেরিতে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ুয়াদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।
যুগান্তর পত্রিকার নাসিরনগর প্রতিনিধি মাইনুল ইসলাম মনির এর সঞ্চালনায় শিক্ষার্থীসহ সকলের মাঝে বই পাঠের আগ্রহ তৈরি, বই ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির লক্ষে বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার,উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস ইমরানুল হক,নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, দৈনিক প্রন্টিয়ার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ওমর, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাহাদাত হোসেন,দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বজিৎ বাবু পাল,স্বপ্নীল ক্যাডেট কোচিং সেন্টার পরিচালক মোঃ আনিসুল ইসলাম, কবি জিল্লুর রহমান, লাইব্রেরিয়ার পরিমল দাস প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক, ইউ এন ও এঁর অফিস সহকারীগণ, শিক্ষক, বই পড়ুয়া শিক্ষার্থীসহ এলাকার সুধীজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া এঁর প্রচেষ্টায় প্রতি মাসে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ুয়াদের মাঝে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করায় পাবলিক লাইব্রেরিটির সৌন্দর্য ফিরে এসেছে এবং নতুন বই পড়ুয়া পাঠকদের আগ্রহ তৈরি হচ্ছে।
সর্বাধিক দিন উপস্থিত থেকে নাসিরনগরে মননশীল পাঠক তৈরিতে ভূমিকা রাখবে। সভায় প্রথম আলো কর্তৃক একশত বই লাইব্রেরিতে প্রদান করা হয়।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
