চাঁপাইনবাবগঞ্জের তিনটি ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪টি মন্ত্রণালয় বিভাগের ১৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ১৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন মঙ্গলবার (১৪ নভেম্ব)। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব অবকাঠামো উদ্বোধন করবেন তিনি।
এসব অবকাঠামোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার বিভাগের আওতায় নবনির্মিত তিনটি ব্রিজও রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং জানান, ৩২২টি উন্নয়ন অবকাঠামো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনটি ব্রিজ রয়েছে। এর মধ্যে জেলার সদর উপজেলার মরাপাগলা নদীর ওপর ২১০.২০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার ব্রিজ, শিবগঞ্জ উপজেলার মরাপাগলা নদীর ওপর তর্তিপুর ঘাটে ১৫৬.২০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার ব্রিজ ও জেলার গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর ওপর ১৮২.০০ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডার ব্রিজ রয়েছে।
জেলার সদর উপজেলাধীন মরাপাগলা নদীর ওপর ২১০.২০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজটি নির্মাণের ফলে নদীর দক্ষিণ প্রান্ত থেকে ইসলামপুর, সুন্দরপুর, চরবাগডাঙ্গা, নারায়নপুর ইউনিয়নের জনগণ উপজেলা হেডকোয়ার্টার এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সেবা অতিসহজে গ্রহণ করছে। একইভাবে নদীর উত্তর পাশের পৌরসভা এবং ইউনিয়নসমূহের জনগণ প্রয়োজনীয় কার্যাদি সহজে এবং নিরাপদে সম্পন্ন করে যাচ্ছেন। চরাঞ্চলের প্রায় ৫.৫ লাখ মানুষ এই ব্রিজের মাধ্যমে সহজে যাতায়াত করতে পারছেন। কৃষিপণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হচ্ছে; পূর্বে যেখানে নৌকা ব্যবহার করে নদী পার হতে হতো। চরাঞ্চলে অবস্থিত অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুগম হয়েছে; হাটবাজার ও স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে উঠেছে। ব্রিজটি নির্মাণের ফলে চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।
এদিকে শিবগঞ্জ উপজেলার মরাপাগলা নদীর ওপর তর্তিপুর ঘাটে ব্রিজটি নির্মাণের ফলে উপজেলার চরাঞ্চলের মানুষের হেডকোয়ার্টার এবং শিবগঞ্জ পৌরসভার সেবা অতিসহজে গ্রহণ করছেন। একইভাবে নদীর উত্তর পাশের পৌরসভা এবং ইউনিয়নসমূহের জনগণ প্রয়োজনীয় কার্যাদি সহজে এবং নিরাপদে সম্পন্ন করে যাচ্ছেন। চরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার প্রায় ৫.৫ লাখ মানুষ এই ব্রিজের মাধ্যমে সহজে যাতায়াত করতে পারছে। কৃষিপণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হচ্ছে; পূর্বে যেখানে নৌকা ব্যবহার করে নদী পার হতে হতো। চরাঞ্চলে অবস্থিত অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুগম হয়েছে; হাটবাজার ও স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে উঠেছে। ব্রিজটি নির্মাণের ফলে চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর ওপর ১৮২.০০ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের ফলে নদীর দক্ষিণ প্রান্ত থেকে রহনপুর, আলীনগর, বাঙ্গাবাড়ী ইউনিয়নের জনগণ উপজেলা হেডকোয়ার্টার এবং রহনপুর পৌরসভার সেবা অতিসহজে গ্রহণ করছেন। একইভাবে নদীর উত্তর পাশের রাধানগর ইউনিয়ন এবং পার্বতীপুর ইউনিয়নের জনগণ প্রয়োজনীয় কার্যাদি সহজে এবং নিরাপদে সম্পন্ন করে যাচ্ছেন। এলাকার প্রায় ৬ লাখ মানুষ এই ব্রিজের মাধ্যমে সহজে যাতায়াত করতে পারছে। কৃষিপণ্য দ্রুত পরিবহন করা সম্ভব হচ্ছে; পূর্বে যেখানে নৌকা ব্যবহার করে নদী পার হচ্ছে তা। বিস্তীর্ণ দামুস বিলের কৃষিপণ্য ধান পরিবহনে সমস্যা হতো; ব্রিজটির ফলে তা দূরীভূত হয়েছে। প্রত্যন্ত এলাকায় অবস্থিত অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুগম হয়েছে; হাটবাজার ও স্বাস্থ্য সেবা কেন্দ্র গড়ে উঠেছে। ব্রিজটি নির্মাণের ফলে অত্র এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।