শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আইয়ুব আলী নামে এক পথচারী নিহত হয়েছেন

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আইয়ুব আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে কানসাট মিলিক মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘনাটি ঘটে।

নিহত আইয়ুব আলী শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কানসাট গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সড়কের এক পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন আইয়ুব।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গোপল মন্ডল বলেন,ঘটনার পর অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।