চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে চলন্ত ট্রেন একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী মেহেদি হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে চলন্ত ট্রেন একটি মোটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী মেহেদি হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
তিনি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কেন্দুল লাইনপাড়া গ্রামের মাহবুব রশিদের ছেলে। মেহেদি হাসান দেশ বুলেটিন নামে একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন, রেলওয়ে পুলিশ (জিআরপি), ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনার পর সংকটাপন্ন অবস্থায় মেহেদি হাসানকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুল্যান্সে করে জেলা হাসপাতালে নেওয়া হয়। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. ওবাইদুল্লাহ বলেন, রাজশাহী ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে ১০৯ আপ শাটল-১ ট্রেনটি অননুমোদিত অরক্ষিত হোসেনডাঙ্গা লেভেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেন মোটরসাইকেলে ধাক্কা দেয়। তবে ট্রেনটি নিরাপদে স্টেশনে পৌঁছায়।
চাঁপাইনবাবগঞ্জ জিআপি ফাঁড়ি ইনচার্জ আশিষ কুমার দাস বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।