চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর কলেজ পুকুরে এ ঘটনাটি ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর কলেজ পুকুরে এ ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশু গোমস্তাপুর উপজেলার বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে তাজকিন (সজীব-১৩)

পুলিশ সূত্রে জানা যায়,সজিব গোমস্তাপুর তালেমুন কুরান নূরানী মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ৮-১০ জন বন্ধুরা মিলে গোমস্তাপুর কলেজের পুকুরে গোসল করতে যান। এ সময় সজিব পানিতে তলিয়ে গেলে ছাত্রসহ শিক্ষক পুকুরে খুঁজাখুঁজি করে সজীবকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সজীবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)ওয়াদুদ আলম জানান,পানিতে ডুবে সজিব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।