রহনপুর ইউনিয়নের পুজা মন্ডপগুলোর উদ্বোধন ও পরিদর্শন করলেন চেয়ারম্যান মনিরুজ্জামান

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থারত পুজা মন্ডপ গুলোর,শুভ উদ্বোধন,পরিদর্শন, আর্থিক সহযোগিতা প্রদান ও মিষ্টি বিতরণ করেন,রহনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব।

রহনপুর ইউনিয়নের পুজা মন্ডপগুলোর উদ্বোধন ও পরিদর্শন করলেন চেয়ারম্যান মনিরুজ্জামান

মোঃসামিরুল ইসলামঃ গোমস্তাপুর প্রতিনিধিঃশারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থারত পুজা মন্ডপ গুলোর,শুভ উদ্বোধন,পরিদর্শন, আর্থিক সহযোগিতা প্রদান ও মিষ্টি বিতরণ করেন,রহনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও রহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব।

এসময় পূজা মন্ডপ গুলো উদ্বোধন পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।

রবিবার সন্ধ্যার পরে পূজা মন্ডপ উদ্বোধন ও পরিদর্শন কালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন তিনি। সেই সাথে তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,রহনপুর ইউনিয়ন পরিষদ এর সচিব মুরশালিন মুশা,রহনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রসদুল,সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম, রহনপুর পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল জব্বার,রহনপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন, রহনপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেরাজুল ইসলাম,প্রমূখসহ রহনপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।