শিবগঞ্জে লাইভ ভেরিফিকেশন ও মতবিনিময় সভা
শিবগঞ্জ সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা প্রতিবন্ধী অনগ্রসর জনগোষ্ঠীর মানুষদের ভাতা নির্ধারণের জন্য যাচাই-বাছাই উপলক্ষে মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর মানুষদের ভাতা নির্ধারণের জন্য যাচাই-বাছাই উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, আওয়ামী লীগ নেতা তোহিদুল আলম টিয়াসহ অন্যরা।