চাঁপাইনবাবগঞ্জের এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
গোমস্তাপুরে সুফিয়ান (৪৫)নামে এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোমস্তাপুর প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুফিয়ান (৪৫)নামে এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের গড়বাড়ি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে সুফিয়ান (৪৫)কে জিনারপুর এলাকার একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে তারা সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




