চাঁপাইনবাবগঞ্জে আরডিসিএস এর কমিটি গঠন সম্পন্ন

জেলা পরিষদ কনফারেন্স রুমে আরডিসিএস এর কমিটি গঠন সম্পন্ন হয়

চাঁপাইনবাবগঞ্জে আরডিসিএস এর কমিটি গঠন সম্পন্ন

মামুন সরকার স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬টি ক্লাস্টারের আরসিসিএস (RELI Cluster Community Society) এর প্রতিনিধি নিয়ে জেলা পর্যায়ে আরডিসিএস (RELI District Community Society) গঠন বিষয়ক পরিষদ সভায় প্রত্যক্ষ ও স্বত:স্ফুর্ত ভাবে কমিটি গঠন করা হয়।বুধবার (৩০ অক্টোবর) বিকালে জেলা পরিষদ কনফারেন্স রুমে আরডিসিএস এর কমিটি গঠন সম্পন্ন হয়।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার আয়োজনে সভাই উপস্থিত ছিলেন মো. কামাল বাশার ( আঞ্চলিক পরিচালক-এসডিএফ যশোর অঞ্চল), মো. সাইদুর রহমান(ব্যবস্থাপক- জীবিকায়ন, এসডিএফ, প্রধান কার্যালয়), মো. মাহাবুবুর রশীদ (জেলা ব্যবস্থাপক- এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ), মো. কামাল উদ্দিন ( আঞ্চলিক ব্যবস্থাপক- আইসিবি, যুব ও কর্মসংস্থা এন্ড গভারনেন্স), মো. আজম খাঁন (আঞ্চলিক ব্যবস্থাপক- ফাইন্যান্স) এবং জেলা কর্মকর্তা ও ক্লাস্টার কর্মকর্তাগণ। 

৬টি ক্লাস্টার হতে মোট ২৪ জন সদস্যের প্রত্যক্ষ ভোট প্রদানের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আরডিসিএস এর ০৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ০৩ সদস্য বিশিষ্ট সোশ্যাল অডিট কমিটি গঠন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার আরডিসিএস এর নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন মোসা. হাসিনা খাতুন (গোকুল গ্রাম সমিতি, ২ নং বালিয়াডাঙ্গা ক্লাস্টার), সেক্রেটারি নির্বাচিত হন মোসা. জান্নাতুন নেসা (তাঁতী পাড়া গ্রাম সমিতি, ৫নং শিবগঞ্জ ক্লাস্টার), ক্যাশিয়ার নির্বাচিত হন খাদিজা খাতুন (নতুন ইসলামপুর গ্রাম সমিতি, ১নং মহারাজপুর ক্লাস্টার) এবং সোশ্যাল অডিট কমিটির আহবায়ক নির্বাচিত হন আকতারুন নেসা সুইটি (অরুনবাড়ী গ্রাম সমিতি, ২নং বালিয়াডাঙ্গা ক্লাস্টার)। উপস্থিত সকল সদস্য ও নব নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ জেলার আরডিসিএস প্রতিনিধিদের অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন আঞ্চলিক পরিচালক মো. কামাল বাশার এবং আরডিসিএস কমিটির বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন ও কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য অর্জনের জন্য দশ নীতি মেনে এক হয়ে কাজ করার আহ্বান জানান। 

এসডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় আরডিসিএস এর কমিটি গঠন প্রক্রিয়া সমাপ্ত হওয়ায় আঞ্চলিক পরিচালক কামাল বাশার জেলা ব্যবস্থাপক মো. মাহাবুবুর রশীদ সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট আঞ্চলিক প্রতিনিধিগণ আরডিসিএস এর বিভিন্ন দিক আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা (আইসিবি) মোসা. নাজমা আক্তার।