নওগাঁয় এক সপ্তাহ বৃষ্টির কারণে সোনালী ফসল নিয়ে বিপাকে কৃষকরা
নওগাঁয় এখনো মাঠে রয়েছে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল ধান। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মাঠে পেকে থাকা বোরো ধান কাটতে পারছেন না কৃষকেরা

লএ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় এখনো মাঠে রয়েছে কৃষকদের স্বপ্নের সোনালী ফসল ধান। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মাঠে পেকে থাকা বোরো ধান কাটতে পারছেন না কৃষকেরা। কোনো কোনো জমিতে ধান কাটলেও তা শুকাতে না পারায় আবার ভিজে যাচ্ছে সোনালী স্বপ্নের ফসল । ফলে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের । আবহাওয়া খারাপ থাকায় ধান শুকানোর সুযোগ না পেয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে কৃষকেরা।
কৃষকেরা বলছেন, আমন ধান কেটে নেওয়ার পর ওইসব জমিতে সরিষা ও আলুর আবাদ করা হয়েছিল। এ কারণে বোরো ধান রোপণ করতে কিছুটা দেরি হয়। জ্যৈষ্ঠের শুরু থেকে একটানা বৃষ্টিপাত চলছে। আবহাওয়া ভালো না থাকায় পাকা ধান কেটে তাঁরা ঘরে তুলতে পারছেন না। এতে চরম ক্ষতির মুখে পড়বেন তাঁরা।স্থানীয় আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, শনিবার (২৪ মে) দুপুর পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত সাত দিনে গড়ে প্রতিদিন বৃষ্টিপাত হয়েছে প্রায় ২০ মিলিমিটার।
মান্দা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলা গুলোতে আলু আবাদ হয়েছে এবং সরিষা হয়েছে । এসব জমিতে আলু ও সরিষা কেটে বোরো ধান রোপণ করতে কিছুটা দেরি হয়েছে। এই দেরির কারণে এখন ধান কাটার মৌসুম পড়েছে বৃষ্টির মধ্যে।
পোরশা উপজেলার দেউলিয়া গ্রামের কৃষক মোজাম্মেল হক বলেন, ‘আমন ধান কাটার পর ৩ বিঘা জমিতে আলু ও সরিষা চাষ করেছিলাম আলু ও সরিষা উঠানোর পর সেই জমিতে বোরো ধান লাগাই। পাকা ধান কেটে চাল করার জন্য সিদ্ধ করেছি । কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে সেই ধান আর শুকিয়ে তুলতে পারছি না।
বদলগাছী উপজেলার কৃষক সবুজ হোসেন বলেন বদলগাছী উপজেলার ধান প্রায় কাটা মারায় শেষের পথে তবে কিছুটা জমিতে ধান এখনো রয়েছে যে জমিগুলোতে আলু অথবা সরিষা ছিল সেই জমিগুলোতেই দুই এক জনের ধান রয়েছে। আমারও সরিষা মাটির ধান সুযোগ বুঝে কিছু ধান কেটেছি, কিন্তু শুকাতে না পারায় ধান আবার ভিজে গেছে গত ৫ থেকে ৬ দিন বৃষ্টি থাকার কারণে ধানগুলো সারবাও করা যায়নি