চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন কৃষক
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় ৮ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারের বিনামূল্যের বীজ ও সার পাচ্ছেন
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় ৮ হাজার ৭৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারের বিনামূল্যের বীজ ও সার পাচ্ছেন। প্রণোদনা কর্মসূচির আওতায় রবি-২০২৩-২০২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এই প্রণোদনার বীজ ও সার প্রদান করা হচ্ছে।
সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার জানান, ৭৫০ জন কৃষককে গম চাষের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ৮৫০ জন কৃষককে ১ বিঘা জমির জন্য ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার; ৬ হাজার ৫০০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ১১০ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ১ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার; ৭০ জন কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার; ১১০ জন কৃষককে মসুর চাষের জন্য ৫ কেজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার; ৪০০ জন কৃষককে খেসারি চাষের জন্য ৮ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে। প্রত্যেককে ১ বিঘা জমিতে আবাদের জন্য এই প্রণোদনা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।