বাংলাদেশ যাত্রাশিল্পের নওগাঁ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভা
বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও বর্ণাঢ্য যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে এবং এস. এম. আলমগীরের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার কালচারাল অফিসার তাইফুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর আলী মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বাংলাদেশ যাত্রা শিল্পী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, এ. জে. রনি মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা যাত্রাশিল্পের ঐতিহ্য, সংস্কৃতি সংরক্ষণ এবং শিল্পীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত দর্শকদের জন্য একটি মনোজ্ঞ যাত্রানুষ্ঠান পরিবেশিত হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।




