‎হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে

‎হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

‎আটক মাদক কারবারির নাম মো. শাহআলম (৪৩)। তিনি জগদীশপুর ইউনিয়নের সদর গ্রামের বাসিন্দা।

‎মাধবপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯২ পিস ইয়াবা এবং ৬৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, “আটক শাহআলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হবে।