চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে আনসার সদস্যদের নিয়ে কমিউনিটি সংলাপ

বাল্যবিয়ে রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আনসার সদস্যরাও দেবেন্দ্র নাথ উরাঁও

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে আনসার সদস্যদের নিয়ে কমিউনিটি সংলাপ

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও বলেছেন- বাল্যবিয়ে সমাজের জন্য একটি অভিশাপ। মেয়ে এবং ছেলে উভয়ের ওপরই বাল্যবিয়ের বিরূপ প্রভাব পড়ে। তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। মেয়েরা লেখাপড়া থেকে ঝরে পড়ে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, আবার অল্প বয়সে বিয়ে হলে অনেক সময় তালাকের শিকার হয়। তিনি বলেন, বাল্যবিয়ের কারণগুলোর মধ্যে রয়েছে- দরিদ্রতা, যৌতুক, সামাজিক প্রথা, বাল্যবিয়ে সম্পর্কিত আইন না জানা, ধর্মীয় ও সামাজিক চাপ, অঞ্চলভিত্তিক রীতি, অবিবাহিত থাকার শঙ্কা, নিরক্ষরতা এবং মেয়েদের উপার্জনে অক্ষম ভাবা। এসব যারা ভাবে তাদের বিরুদ্ধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সজাগ থেকে কাজ করতে হবে। যেখানেই বাল্যবিয়ে সেখানেই আনসার সদস্যরা অ্যাকটিভ ভূমিকা রাখতে হবে। আমার বিশ্বাস, বাল্যবিয়ে প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বুধবার চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে দেবেন্দ্র নাথ উরাঁও এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ন কবীর, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সেলিম রেজা, সদস্য মো. সারোয়ার, মো. আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন।