চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
পতাকা উত্তোলনের পর জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধনমিত রাখা হয়
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গভীর শ্রদ্ধায় জাতীয় চার নেতাকে স্মরণ করেন দলীয় নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
শুক্রবার সকাল ৯টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধনমিত রাখা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে এসে শেষ হয়। সেখানে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশ ও বিশেষ মোনাজাত করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন উজ্জামান রোকনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ অন্যরা।
এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ অন্যরা।
পরে জেলা মহিলা আওয়ামী লীগ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১ টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মহিলা লীগের সভাপতি সাকিনা খাতুন পারুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরিফা খাতুন বেবির সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহসভাপতি শাহিনা জামান, প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা বেগমসহ অন্যরা।
বক্তারা জেলখানায় জাতীয় ৪ নেতা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দবি জানান। সভা শেষে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।
বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোসভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো, কামাল উদ্দিন, গোলাম শাহনেওয়াজ অপু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য মো. ইফতেখারুল ইসলাম সুজন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আল কামাল ইব্রাহীম রতন, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. খোকন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সদস্য মো. মানুন অর রশিদ, মো. বরজাহান আলী। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল আওয়াল গনি জোহা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ এম ফায়জার রহমান কনক।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল নাসের পলেন ও উপ দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটু খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এতে আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুনাল মুখার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর লালান, ছত্রাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্যরা। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে র্যালি আলোচনা সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্র নেতা শামীম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান বুলেট।