চাঁপাইনবাবগঞ্জে র্যালি ও আলোচনাসভায় বৈশাখী টিভির বিশ বছর পূর্তি উদযাপন
র্যালি, আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বিশ বছর পূর্তি।
চাঁপাই প্রেস ডেস্ক:র্যালি, আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির বিশ বছর পূর্তি।
আজ শনিবার বেলা এগারোটায় জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।সূজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটিজের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ চ্যানেলআই প্রতিনিধি আশরাফুল ইসলাম রন্জু, আইনজীবী নূরে আলম সিদ্দিকসহ অন্যরা।
বক্তারা বলেন, দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের কথা, সমাজের বাস্তবতা ও গণতন্ত্রের প্রশ্ন তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থে সংবাদ প্রচারে চ্যানেলটির ভূমিকা আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটিজের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনোয়ার হোসেন জুয়েল।এর আগে বিশ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি করা হয়।র্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।এসময় শুভেচ্ছা বক্তব্যে গণমাধ্যমকর্মীরা বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি এবং একুশ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেলটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।




