চাঁপাইনবাবগঞ্জে আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত হলো মহান বিজয় দিবস
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির ম্যধদিয়ে শুরু হয় জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলাশহরের পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির ম্যধদিয়ে শুরু হয় জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম-সংবলিত স্মৃতিফলকে এবং পরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের নেতৃত্বে জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ, অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তর, প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সহসভাপতি ডা. গোলাম রাব্বানীসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৮টায় ডা. আ.আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বাণী প্রদান করেন।
পরে পুলিশ, আনসার, জেল পুলিশ, বিএনসিসি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউটস, রোভার স্কাউটস দল কুচকাওয়াজ প্রদর্শন করে। এ-সময় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। দিনের অন্যান্য কর্মসূচি চলমান রয়েছে।