চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ
নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল (৪০),মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২ ),সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দুরুল (৩৫) ও উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)। ।
পরিবারের সদস্য,স্থানীয় বাসিন্দা ও রাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশীদ জানান,সীমান্তঘেঁষা গ্রাম রোকনপুর ও সাগরইলের কয়েকজন ভারতে গরু আনতে গেলে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
এ বিষয়ে জানতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক'কে ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি।