বিভাগে খণ্ডকালীন চাকুরি পেলেন এলজিইউডি বিভাগের আলমগীর ও রাসেল
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে “MOU Signing and Appointment Letter Giving Ceremony” অনুষ্ঠিত হয়েছে।

আলমগীর হোসেন-নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে “MOU Signing and Appointment Letter Giving Ceremony” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শাখাওয়াত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোড ইলেকট্রিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. আবদুর রহমান এবং সময় টিভির সিনিয়র রিপোর্টার সাকির আহমাদ।
এমওইউ স্বাক্ষরিত হয় স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ এবং Synod Electric Company-এর মধ্যে। সমঝোতা স্মারক অনুযায়ী, কোম্পানিটি বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এই টাকা Synod Electric Company তেই বিনিয়োগ করা হয়েছে ৫ বছরের জন্য। কোম্পানিটি প্রতি বছর বিভাগকে ২০% অর্থাৎ ২০ হাজার টাকা মুনাফা প্রদান করবে। ৫ বছর পর মূল টাকা বিভাগের একাউন্টে ফেরত যাবে।
এছাড়াও অনুষ্ঠানে দুইজন শিক্ষার্থীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হয়। তাঁদের মধ্যে একজনকে (রাসেল আহমেদ) বিভাগের ল্যাব এসিস্ট্যান্ট এবং অন্যজনকে (আলমগীর হোসেন) সেমিনার লাইব্রেরিয়ান পদে ছয় মাসের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তারা প্রতি মাসে ২ হাজার টাকা করে বেতন পাবেন। বিভাগের এফডিআর এবং সিনোড ইলেক্ট্রিক কোম্পানি থেকে যে মুনাফা আসবে তা দিয়ে এই বেতন প্রদান করা হবে।
এসম্পর্কে সিনোড ইলেকট্রিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. আবদুর রহমান বলেন, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে থাকি। শিক্ষার্থীদের ভালোর লক্ষ্যে কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের অনুদান শিক্ষার্থীদের পড়ালেখায় সহায়ক হবে বলে প্রত্যাশা করছি।
বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ এই দুটি কাজকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি আশা প্রকাশ করেন অন্যান্য বিভাগও তাদের নিজেদের শিক্ষার্থীদের বিভাগে বিভিন্ন কাজে নিয়োগ প্রদান করবেন।
প্রধান অতিথি প্রফেসর ড. শাখাওয়াত হোসেন সরকার বলেন, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের এমন শিক্ষার্থী বান্ধব উদ্যোগকে সাধুবাদ জানাই। এই উদ্যোগ ফলপ্রসূ হোক। এই উদ্যোগ অনেকের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। যারা এই উদ্যোগের সাথে জড়িত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
সেমিনার লাইব্রেরিয়ান পদে নিয়োগ পাওয়া আলমগীর হোসেন বলেন, সেমিনার লাইব্রেরিয়ান হিসেবে নিয়োগ পেয়ে আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। এটি আমার জন্য শুধু একটি দায়িত্ব নয়, বরং শেখা ও অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ। এই দায়িত্ব আমাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল করে তুলবে। আমি সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে দায়িত্ব পালন করবো।