নাটোরে সিএনজি থেকে ফেন্সিডিল উদ্ধারসহ এক মাদক কারবারী গ্রেফতার
ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি: নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পাড়ার মৃত লিটন আলীর ছেলে শরীফ উদ্দিন সেতু (২৬)।
বৃহস্পতিবার (২৭ জুন ) সন্ধ্যা সাড়ে আটটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে নাটোর জেলার পন্ডিতগ্রাম বাজার আত্রাই হইতে নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিকে তল্লাশী করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার পন্ডিতগ্রাম বাজার আত্রাই হইতে নাটোরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিকে তল্লাশী করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে