সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু

নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে দীর্ঘ কয়েক মাস মাছ ধরা বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৫তম মৎস্য আহরণ ও ‘বিল বাইচ

সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে দীর্ঘ কয়েক মাস মাছ ধরা বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৫তম মৎস্য আহরণ ও ‘বিল বাইচ’। সোমবার দুপুর ১২টার দিকে বিলের বাগডাঙ্গা ঘাটে মাছ ধরার শুভ উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজিনা পারভিন, উপজেলা বিএনপির সাধারণ। সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল খায়ের তরুণ।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার বিলে মাছের সংখ্যা ও ওজন অনেক বৃদ্ধি পেয়েছে। এ বছর জবই বিল থেকে প্রায় ৭৫০ মেট্রিক টন (৭ লাখ ৫০ হাজার কেজি) মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ৭৫ লাখ টাকা। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

উদ্বোধনী দিনে বিল পাড়ে মৎস্যজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসমাইল হোসেন, আব্দুজব্বার ও মহবুল হোসেনসহ একাধিক মৎস্যজীবী জানান, বিলে এবার প্রচুর মাছ রয়েছে। ইতিমধ্যে জেলেদের জালে ৩০ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের বিগহেড, ১৫ কেজি ওজনের কাতলাসহ রুই, মৃগেল, আইড়, বাগাড়, পাবদা ও খড়িশোলা মাছ ধরা পড়ছে।

জেলেরা জানান, উদ্বোধনের দিনে প্রায় ৮৫০ জন মৎস্যজীবী তাদের নৌকা ও জাল নিয়ে বিলে নেমেছেন। এই বিলের মাছ রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিলে মাছের ভালো চাষ হওয়ায় মৎস্যজীবী ও মৎস্য চাষিরা অত্যন্ত খুশি।

বিলে মৎস্য আহরণকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ ব্যবস্থাপনায় মাছ ধরা চললে স্থানীয় অর্থনীতিতে এই বিল বড় ধরনের অবদান রাখবে।