২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শুক্রবার গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হয়েছেন ৫ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন। তাদের মধ্যে একজনের বাড়ি রানীহাটি, একজনের আরামবাগ, একজনের কমলাকান্তপুর, একজনের দ্বারিয়াপুর, একজনের পিয়ারাবাগান, একজনের পিঠালিতলা, একজনের তারাপুর, একজনের সোনামসজিদ, একজনের ত্রিমোহনী ও একজনের বাড়ি মনাকষা গ্রামে।
বর্তমানে জেলায় ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪২ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ২০ জন পুরুষ ও ৬ নারীসহ ২৬ জন, শিবগঞ্জে ৮ নারী ও ৪ জন পুরুষসহ ১২ জন এবং ভোলাহাটে ৪ জন পুরুষ রোগী ভর্তি অছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জন। এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৬৮৪ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৪৯৭ জন পুরুষ এবং ১৮৭ জন নারী রয়েছেন।
শুক্রবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।