লাকসামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত

কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

লাকসামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার লাকসামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৯ নভেম্বর দুপুরে কান্দিরপাড় ইউনিয়নে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

 কান্দিরপাড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছনগাঁও গ্রামে সাবেক সংসদ সদস‍্য মরহুম কর্ণেল (অব:) এম. আনোয়ারুল আজিমের কন‍্যা (বিএনপির মনোনয়ন প্রত‍্যশী) সামিরা আজিম দোলার উঠান বৈঠক চলাকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রাপ্ত মোঃ আবুল কালামের সমর্থিত নেতাকর্মীরা সামিরা আজিম দোলার ওই উঠান বৈঠকে অতর্কিত হামলা চালায় বলে সূত্র জানায়। 

এসময় বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনসহ প্রায় ১০ নেতাকর্মী আহত হয়। 

বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা সমর্থিত একাধিক নেতৃবৃন্দ বলেন, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালামের নির্দেশে তার সমর্থিত নেতাকর্মীরা সামিরা আজিম দোলাকে হত‍্যার উদ্দেশ্যে গুলি করে এবং নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় সামিরা আজিম দোলার ব‍্যবহৃত গাড়ি ভাংচুর করা হয়।

 পরে দোলা আজিমের সমর্থিত নেতাকর্মীরা আহত দোলা আজিমসহ অন‍্যান‍্য নেতাকর্মীদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দোলা আজিমকে উন্নত চিকিৎসার জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এ ঘটনায় লাকসামে আতঙ্ক বিরাজ করছে বলে বিভিন্ন সূত্র জানায়। সামিরা আজিম দোলার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় বিএনপি'র শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম। ঘটনার পরপরই এক ভিডিও বার্তায় তিনি ওই নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে, সন্ধ‍্যায় লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম সমর্থিত নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। ওই সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ নুর উল্ল‍্যাহ রায়হান বলেন, আজকের এই অনাকাঙ্খিত ঘটনায় দোলা আজিম সমর্থিত নেতাকর্মীরা তাদের অন্তকোন্দলে জড়িয়ে নিজেদের মধ‍্যে মারপিট করেছে। এতে আমাদেরও ৫ নেতাকর্মী আহত হয়েছে। সংবাদ সম্মেলনে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমাদের লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদসহ পুলিশ সদস‍্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।