র‌্যাবের পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার

চোলাই মদ তৈরি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৩জনকে গ্রেপ্তার মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে আরো ৮জন গ্রেপ্তার

র‌্যাবের পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা হয়েছে ৩ হাজার ১৮৫ লিটার চোলাইমদ। অন্যদিকে অপর অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে আরো ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গত বুধবার বিকেলে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া চিকনা গ্রাম এলাকায় পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় ৩ হাাজর ১৮৫ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ব্যাপারে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

অন্যদিকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত বুধবার বেলা ১১টা থেকে পৌন ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনববাগঞ্জ জেলার রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের নুনগোলা কেডিসি পাড়ায় মাদক বিরোধী অভিযান চালায়। এ অভিযানে মাদক সেবন এবং ক্রয়-বিক্রয়ের অভিযোগে ৮জনকে গ্রেপ্তার করা হয়।