চাঁপাইনবাবগঞ্জে দেশীয় মদসহ নারী আটক
বাংলা মদসহ এক নারী আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০ বোতল দেশীয় মদসহ শাহানারা বেগম (৪০) নামে ১ নারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টার সময় মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা গ্রামে সদর মডেল থানার চৌকষ অফিসার এসআই মোসাব্বির আহমেদ নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় এ সময় মাদক ব্যবসায়ী শাহানারা বেগমকে ৪০ বোতল বাংলা মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত নারী হলেন মহারাজপুর ইউনিয়নের চৌধুরী টোলা গ্রামের নূর মোহাম্মদের মেয়ে শাহানারা বেগম।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।