চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল

চাঁপাইনবাবগঞ্জে ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় মঙ্গলবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ লাখ ২০ হাজার ৬৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকাল সাড়ে ৯টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আনজিম মাকসুদ।

সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিনটেনডেন্ট আমিরুল ইসলাম জীবন জানান, এবার জেলায় ২ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা ছাড়িয়ে খাওয়ানো হয়েছে ২ লাখ ২০ হাজার ৬৬৫ জন শিশুকে। এবার ৬-১১ মাস বয়সের ২৬ হাজার ৬৩৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯১ হাজার ৪৩৪ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার ১ হাজার ২০৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত বয়সের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন সফল করতে ১৪৯ জন স্বাস্থ্য সহকারী, ২৩৭ জন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।