হবিগঞ্জে খড়ের নিচে লুকানো বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার
হবিগঞ্জের মাধবপুরে খড়বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে খড়বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় টহলে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি খড়বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গরুর খাবার হিসেবে ব্যবহৃত খড়ের নিচে বস্তাবন্দী অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) এবং কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজা ও গ্রেপ্তার দুই ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।




