‎হবিগঞ্জে খড়ের নিচে লুকানো বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার

‎হবিগঞ্জের মাধবপুরে খড়বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি

‎হবিগঞ্জে খড়ের নিচে লুকানো বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে খড়বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে রাখা ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

‎বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় টহলে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি খড়বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে গরুর খাবার হিসেবে ব্যবহৃত খড়ের নিচে বস্তাবন্দী অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৩৭) এবং কৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে রহমত আলী (৪৩)।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎তিনি আরও জানান, জব্দ করা গাঁজা ও গ্রেপ্তার দুই ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।