শিবগঞ্জে ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

কানসাট শিকারপুর গ্রামের শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ফেনসিডিলসহ ৩ জন গ্রেপ্তার

শিবগঞ্জে ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট শিকারপুর গ্রামের শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩২৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা টং পাড়ার আলাউদ্দিনের ছেলে আশরাফ আলী (২৬), একই এলাকার মুনসুরের ছেলে খায়রুল ইসলাম (২২), ও গোমস্তাপুর উপজেলার নামোকাঞ্চনতলার মৃত তৈমুর আলীর ছেলে মাজেদুল ইসলাম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর রাত ৯ টার দিকে কানসাট শিকারপুর গ্রামের শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩২৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। 

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।