চাঁপাইনবাবগঞ্জে ছাত্রী সমাবেশ 

চাঁপাইনবাবগঞ্জ তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে ছাত্রী সমাবেশে জেসি এমপি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রী সমাবেশ 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয়ে, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং নারী নেতৃত্ব বিকাশের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমরা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ গড়বে, তোমাদের পরিচয়ে আমরা পরিচিত হবো। এজন্য তোমাদের লেখাপড়াটা ঠিকমতো করতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় মনোনিবেশ করতে হবে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীবন্ধব প্রধানমন্ত্রী, তিনি তোমাদের পথ দেখাবেন। তার নেতৃত্বে নারীরা আজ ঘর থেকে বেরিয়ে এসেছেন, নারীরা সর্বত্রই অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পাশে থাকার জন্য ছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আঞ্জুমান আরা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় আহ্বায়ক চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক।

পরে ফেরদৌসী ইসলাম জেসি এমপির পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিতরণ করা হয়।