চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিরাপত্তায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল এবং জনসাধারণের সঠিক সেবার জন্য নিরাপত্তা নিশ্চিতসহ আনসার নিযুক্ত করার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিরাপত্তায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদন:২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল এবং জনসাধারণের সঠিক সেবার জন্য নিরাপত্তা নিশ্চিতসহ আনসার নিযুক্ত করার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপরে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর হাতে এ স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রাহিম।

স্মারকলিপি সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জের একদল প্রতিনিধি টিম দীর্ঘ ১ মাস জেলার একমাত্র ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালটি পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণের আলোচনার পর চাঁপাইনবাবগঞ্জের জনগন সম্মিলিতভাবে সিদ্ধান্তে এসেছে,যত দ্রুত সম্ভব জেলার হাসপাতালে আনসার নিযুক্ত করা প্রয়োজন।

১-বিগত কয়েকমাসে নিরাপত্তাজনীত কারনে গভীর রাতে ওয়ার্ড থেকে বাচ্চা চুরি

২-ঘুমন্ত অবস্থায় রোগীর মোবাইল চুরি

৩-লিফটে অনৈতিক কাজ

৪-ডাক্তারদের ওপর বখাটেদের দুর্ব্যবহার

৫-জরুরী চিকিৎসায় ডাক্তারদের নিরাপত্তা সংকট থাকার কারনে রোগী বাইরে রেফার্ড করে দেওয়া

৬-সরকার প্রদত্ত ঔষধে সিন্ডিকেট বেড়েই চলেছে এবং জনগনের ঔষধ সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে। এসব সমস্যাগুলো বিবেচনা করে দাবি মেনে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালে আনসার নিযুক্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রাহিম বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে আগামী ১৫ দিনের মধ্যে জেলার জনসাধারণের ও কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আনসার নিযুক্ত করার দাবি জানিয়ে আমরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দিয়েছি।