প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ, কাজে জনগণের বাধা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

"শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ, কাজে জনগণের বাধা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ। ৩০-৬-২৫ ও ১-৭-২৫ তারিখে দৈনিক সোনার দেশ, দৈনিক ঘোষণা, দৈনিক লোকালয়, চাঁপাই সংবাদ টাইমসসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ, কাজে জনগণের বাধা” শিরোনামের সংবাদটি ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং সত্যের অপপ্রকাশ। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

আমি, আবদুল মান্নান, উক্ত সড়ক উন্নয়ন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হিসেবে স্পষ্টভাবে জানাচ্ছি—সব কাজ সরকারি নির্দেশনা ও প্রকৌশল নিয়মনীতি অনুযায়ী সম্পন্ন হচ্ছে। বিটুমিন ছাড়া পিচ ঢালাইয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা; বৃষ্টির কারণে কোথাও কোথাও বিটুমিনের উপস্থিতি চোখে না পড়লেও, তা যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে এবং পরবর্তীতে ঠিক করা হয়েছে।

রাস্তায় কিছু ক্ষতিগ্রস্ত কালভার্ট এবং জমি সংক্রান্ত জটিলতা রয়েছে, যা ধাপে ধাপে সমাধান হচ্ছে। গাছ অপসারণের বিষয়টি বন বিভাগের এখতিয়ারভুক্ত—এ ব্যাপারে যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকল্প শেষ হওয়ার পর আরও দুই বছর এই সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার ওপর থাকবে, তাই মানহীন কাজের প্রশ্নই আসে না। এছাড়া, সংবাদে উল্লেখিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। প্রকল্প সংশ্লিষ্ট সকলেই দায়িত্বশীল আচরণ ও স্বচ্ছতা বজায় রেখে কাজ পরিচালনা করছেন।

সবার প্রতি অনুরোধ—বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করা হোক। জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা গণমাধ্যমের পেশাগত দায়িত্ব।

বিনীত

আব্দুল মান্নান

ঠিকাদার, কয়লাবাড়ি–খাকরাটোলা সড়ক প্রকল্প

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ