চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা-চানলাই বাইপাস এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা-চানলাই বাইপাস এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আহত হয়েছেন। 

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার সময় এই ঘটনা ঘটে। 

আহত এসআই নুরুল ইসলাম আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি হিসেবে দ্বায়ীত্ব পালন করছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, নিয়মিত টহলের সময় ডাকাতের ছুরিকাঘাতে আমনূরা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।