শিবগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ১ জন আটক
ডিবির অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মামুন নামে ১ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা মামুন নামে ১ যুবককে আটক করা হয়েছে শিবগঞ্জ থেকে।
আটক আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার গাজলুর রহমানের ছেলে মামুনুর রশীদ ওরফে রবিউল ওরফে মামুন (২২)।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে ও ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার এর তত্ত্বাবধানে এসআই মো. আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান টি পরিচালনা করে।
২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা পৌণে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোবরা ও দাদনচক এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে আটক করা হয়।
এ সময় ১ টি ১২৫ সিসি ডিসকভার চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার বিষয় টি স্বীকার করেছেন। এ ছাড়াও একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসামি মামুনের দেয়া তথ্য মতে তার সহযোগী এক শিশুকেও হেফাজতে নেয় ডিবি পুলিশ।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মোটরসাইকেল চুরি রোধকল্পে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত আছে।