জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে-মির্জা ফখরুল

দেশের ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে-মির্জা ফখরুল

দেশের ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বেশ কঠিন সময়ে তারেক রহমান ১৭ বছর পর দেশে এসেছেন। সবাই প্রত্যাশা করছেন তার কাছে। জনগণ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আশায় গোটা জাতি।

শনিবার (১০ জানুয়ারি) সকালে বনানীর হোটেল শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব মন্তব্য করেন তিনি।

এসময় তিনি সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলতে অনুরোধ করে।শুরুতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন বিএনপি মহাসচিব। স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের শহীদদের, একই সঙ্গে ২৪ এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরও স্মরণ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ইতিমধ্যে দূর থেকে তিনি (তারেক রহমান) ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন; গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছেন। আশান্বিত হয়েছি এজন্যই, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারব।

মির্জা ফখরুল বলেন,আজকে আমি কথা বলতে আসিনি।আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলবেন, আমরা শুনব। যদিও ঠাণ্ডা লেগে তার কণ্ঠের কিছুটা সমস্যা হয়েছে। তারপরও তিনি আপনাদের সঙ্গে কথা বলতে অন্তত্য উৎসুক।সূত্র_কালের কন্ঠ