নাচোলে গঙ্গা-পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে গণসমাবেশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার—ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান” এই জোরালো দাবিতে এক বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
আবুল হোসেন নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার—ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান” এই জোরালো দাবিতে এক বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকাল ৩টা ৩০ মিনিটে নাচোল ডাকবাংলা মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো জনতার উপস্থিতিতে গর্জে ওঠে ন্যায্য পানির দাবি।

সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-২)।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুনুর রশীদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-৩)।প্রধান বক্তা ছিলেন অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জ-১)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, সাবেক পৌর বিএনপি'র সভাপতি মোসাদ্দেকুর রহমান,সাবেক পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক দুরুল হুদা, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, পৌর যুবদলের সভাপতি নূহ আলম,পৌর যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কবির উদ্দিন, এছাড়া সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক সমাজের প্রতিনিধি, তরুণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন,“গঙ্গা ও পদ্মার পানি বাংলাদেশের জীবনের প্রাণ। এই নদীর পানি আমাদের কৃষি, অর্থনীতি ও পরিবেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অথচ আজ সেই নদীর ন্যায্য পানি আমরা পাচ্ছি না। ন্যায্য পানির দাবি কোনো রাজনৈতিক বিষয় নয়—এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। সরকার যদি নীরব থাকে, তাহলে দেশের মানুষ রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করবে।”তিনি আরও বলেন,
“চাঁপাইনবাবগঞ্জসহ পদ্মা তীরবর্তী জনপদে নদীভাঙন, পানিশূন্যতা ও কৃষি সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ ন্যায্য পানি বণ্টনের স্থায়ী সমাধান হয়। ”প্রধান অতিথি মোঃ হারুনুর রশীদ বলেন, “ভারতের সাথে স্বাক্ষরিত গঙ্গা চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় উত্তরাঞ্চল আজ পানির জন্য হাহাকার করছে। সরকার জনগণের দাবি শুনছে না, নদী শুকিয়ে যাচ্ছে, কৃষক ফসল ফলাতে পারছে না—এ এক নীরব বিপর্যয়। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জনগণের এই অধিকার রক্ষায় মাঠে আছি, থাকব।”
অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন,“পানি কোনো দান নয়—এটি আমাদের বৈধ অধিকার। দীর্ঘদিন ধরে গঙ্গা ও পদ্মার পানির প্রবাহ রুদ্ধ হওয়ায় কৃষি উৎপাদন কমছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। ন্যায্য পানি বণ্টনের বিষয়টি জাতিসংঘের পানি ন্যায্যতা সনদ অনুযায়ী সমাধান করতে হবে। ”তিনি সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন। “জনগণকে বঞ্চিত করে কোনো উন্নয়ন সম্ভব নয়। আমরা জনগণের আন্দোলনকে আরও বিস্তৃত করব। ”সমাবেশে বক্তারা ও উপস্থিত জনতা একক কণ্ঠে ঘোষণা দেন—“আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার—ন্যায্য পানি বণ্টন চাই এখনই!”




