নিখোঁজের দুইমাসেও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষার্থী নূরের
গত ২৫ জুলাই নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা এলাকা থেকে সে নিখোঁজ হয়। ছেলে ফিরে আসবে এমন আশায় অনেক খোঁজাখুজি করেও সন্ধান না পেলে শেষমেস ১৫ সেপ্টেম্বর থানায় জিডি করেন তার বাবা

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনিখোঁজের দু’মাস অতিবাহিত হলেও এখনও সন্ধান মেলেনি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী নূর পারভেজের (১৫)। গত ২৫ জুলাই নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা এলাকা থেকে সে নিখোঁজ হয়। ছেলে ফিরে আসবে এমন আশায় অনেক খোঁজাখুজি করেও সন্ধান না পেলে শেষমেস ১৫ সেপ্টেম্বর থানায় জিডি করেন তার বাবা। কিন্তু জিডি করার প্রায় ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ঘটনাস্থল তদন্তে আসেনি পুলিশ এমনটাই জানান নূরের বাবা। নিখোঁজের দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় ছেলেকে না পাওয়ার আশংকা দেখা দিয়েছে পরিবারের সদস্যদের মনে।
নিখোঁজ নূর পারভেজ রসুলপুর ইউনিয়নের ডাহুকা গ্রামের কবির হোসেনের ছেলে ও দামপুরা দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।
জানা যায়, নূর মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল। তবে প্রতিদিনই সে দিনে একবার প্রায় দুই কিলোমিটার পথ পেরিয়ে বাড়ী যেত আবার ফিরে আসতো এবং মাদ্রাসায় রাত্রী যাপন করতো। ঘটনার দিন সকাল ১০ টার দিক থেকে সে নিখোঁজ হয়। রাতে তাকে মাদ্রাসায় না পাওয়া গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি নূরের বাবাকে জানায়। এরপর শুরু হয় খোঁজাখুজি। এঘটনার পর থেকেই নূর এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
নূরের বাবা কবির জানান, নূর মাদ্রাসায় থাকতো। খাওয়া দাওয়া করতো মাদ্রাসার ঠিক করে দেয়া একটি বাড়িতে। নিখোঁজের ৫ দিন আগে সে বাড়ী থেকে মাদ্রাসায় যায়। ঘটনার দিন রাতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে জানায় নূর মাদ্রাসায় নেই। এরপর থেকেই সে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তিনি আরো জানান, জিডি করার প্রায় ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শনে আসেনি। এদিকে নূরের মা নাজমা পারভীন ছেলেকে ফিরে পাওয়ার আশায় প্রায় পাগল হতে বসেছেন।
ঘটনা জানতে চাইলে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিষয়টির খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।