সাপাহারে জয়দেবপুর গ্রাম থেকে মাদরাসা ছাত্র নিখোঁজ
নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের জয়দেবপুর গ্রাম থেকে মোঃ মাহফুজ (১১) নামের এক মাদ্রাসা ছাত্র রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছে।

রবিউল আলম সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের জয়দেবপুর গ্রাম থেকে মোঃ মাহফুজ (১১) নামের এক মাদ্রাসা ছাত্র রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ মাদরাসা ছাত্র মাহফুজ জয়দেবপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে জয়দেবপুর গ্রামে অবস্থিত হাফিজিয়া মাদরাসার ছাত্রাবাসে থেকে মাহফুজ পড়াশোনা করতো। ঘটনার দিন গত ৩০ জুন সোমবার মাগরীব নামাজের আগ মুহুর্তে মাদরাসা থেকে সে বাইরে বের হয়। পরে সে আর মাদরাসায় ফিরেনি। ধারনা করা হচ্ছে কোন আম বোঝায় অজ্ঞাত ট্রাকে চড়ে সে কোথাও চলে যেতে পারে।
প্রতি দিনের মত রাতে মাহফুজের জন্য খাবার নিয়ে তার বাবা মাদরাসায় গিয়ে দেখেন মাদরাসার সকল ছাত্র থাকলেও মাহফুজ নেই। পরে সম্ভাব্য সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ মাদরাসা ছাত্র মাহফুজের পিতা মোঃ রমজান আলী এ বিষয়ে সাপাহার থানা পুলিশ কে মৌখিক ভাবে অবহিত করেছেন। যদি কেও ওই মাদরাসা ছাত্রের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিকটস্থ থানায় অথবা তার পিতাঃ মোঃরমজান আলীকে ০১৭৬০৫৯৮৯৩২/ ০১৭৩২৪০৪০০১ নম্বার মোবাইলে জানাতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।