নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয় মিছিল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালন করা হয়েছে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি

নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয় মিছিল

আবুল হোসেন নাচোল  প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাঁকজমকপূর্ণ আয়োজনে পালন করা হয়েছে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি নাচোল মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে শহর জুড়ে সৃষ্টি হয় গণজোয়ার। স্লোগানে স্লোগানে মুখরিত হয় নাচোলের রাজপথ, অংশগ্রহণকারীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার হন।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নাচোল উপজেলা শাখার সহ-সভাপতি ও নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, এই সরকার জনগণের সরকার নয়, ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে। এখন আর ঘরে বসে থাকার সময় নয়, দেশ বাঁচাতে হলে, ভোটাধিকার রক্ষায় প্রতিরোধ গড়ে তুলতেই হবে।"

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই ফ্যাসিবাদী শাসনের পতন সময়ের ব্যাপার মাত্র।”সভাপতিত্ব করেন বিএনপির নাচোল পৌর শাখার সভাপতি আমিনুল ইসলাম, তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের অনুপ্রেরণা। আজ আমরা সেই ঐতিহাসিক বিজয়কে স্মরণ করছি, একইসাথে সামনের সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাচোল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির পৌর শাখ