পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানসহ ঘর পুড়ে ছাই
পটুয়াখালী জেলা শহরের জুবিলী স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শহরের জুবিলী স্কুল সড়কে মনসা মন্দির সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় পাঁচটি ঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিস্থানটি ব্যাটালিয়নের নিকটবর্তী হওয়ায় আগুনের লেলিহান শিখা দেখেই পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান ৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় প্রত্যক্ষভাবে ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে দেখিনি। মুহূর্তের মধ্যেই আগুন সবকিছু পুড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়ন দ্রুত আসায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, নাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।
ক্ষতিগ্রস্তরা বলেন, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এই আগুন আমাদের স্বপ্ন, আশ্রয় সবকিছু কেড়ে নিয়েছে। এখন আমরা কীভাবে ঘুরে দাঁড়াব, সেটাই বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায় পরিবারের মাঝে ব্যাটালিয়নের পক্ষ থেকে রান্না করা প্যাকেট খাবার বিতরণ করেন।
পটুয়াখালী আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ ফরিদ রহমান বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। তবে প্রাথমিক তদন্ত সাপেক্ষে যানা যাবে।