নওগাঁর নিয়ামতপুরে নতুন বিনোদন সাথী পার্কের ভিত্তি প্রস্তোর স্থাপন

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল গ্রামে নতুন বিনোদন সাথী পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নওগাঁর নিয়ামতপুরে নতুন বিনোদন সাথী পার্কের ভিত্তি প্রস্তোর স্থাপন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল গ্রামে নতুন বিনোদন সাথী পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিয়ামতপুর উপজেলায় প্রথম নতুন বিনোদনের জন্য সাথী পার্কের ভিত্তি প্রস্তর স্থাপনে উৎসবের আমেজ পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণের পথে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

আজ মঙ্গলবার (৪নভেম্বর) সকাল ১০টায় নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আমইল গ্রামের সাথী পার্ক প্রঙ্গনে ভিত্তি প্রস্তোর ও দোয়া অনুষ্ঠানে সাথী পার্কের সত্বাধীকারী শহিদুল ইসলাম সাথীর পিতা আলহাজ্ব মোঃ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, নওগাঁ ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) কাজী মেহেদী হাসান।

ভিত্তি প্রস্তোর ও দোয়া অনুষ্ঠানে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান পার্কটির গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, "বিনোদন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পার্কটি অত্র এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল হক তার বক্তব্যে পার্কটি দ্রুত এবং মানসম্মতভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন বিনোদন সাথী পার্ক -এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পার্কটি এই এলাকার মানুষের কাছে একটি নতুন বিনোদনের কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

আলোচনা শেষে সাথী পার্কসহ সকলের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।