গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী

রহনপুর কুরআনের আলো’ সংগঠনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে

গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ‘রহনপুর কুরআনের আলো’ সংগঠনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের তিনটি গ্রুপের ১৫ জন হাফেজ মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন। তিনিটি গ্রুপের ৯ জন বিজয়ীসহ ৪র্থ ও ৫ম প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- রহনপুর কুরআনের আলো সংগঠনের সভাপতি দন্ত চিকিৎসক রবিউল আওয়াল। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাজনীতিবিদ ও শিক্ষক ড. মিজানুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তৌহিদ বিন তফাজ্জল হক, প্রতিযোগিতার আহ্বায়ক নেস মুহাম্মদ মন্টু।

এ সময় মাদরাসার মোহতারিম, ইমাম, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন- রাজশাহী জেলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সাংগঠনিক সেক্রেটারি হাফেজ মাওলানা হাসান মামুন ও হাফেজ ক্বারী মাওলানা মো. বাইরুল ইসলাম।

গত শনিবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, রহনপুর কুরআনের আলো সংগঠনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৭টি মাদ্রাসার ৬০ জন হিফজ বিভাগের শিক্ষার্থী বাছাইপর্বে অংশগ্রহণ করেন। তিনটি গ্রুপের সেরা পাঁচজন করে মোট ১৫ জন প্রতিযোগীকে বিজয়ী করা হয়। চূড়ান্ত পর্বে ৯ জনকে বিজয়ী করা হয়।