রাজশাহীতে মাদকসহ এক মাদক কারবারী গ্রেফতার
রাজশাহী মহানগরীর বেলপুকুর বাজারে অভিযান চালিয়ে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল রাজশাহী মহানগরীর বেলপুকুর বাজারে অভিযান চালিয়ে এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার নাদেরাবাদ মকরমপুর এলাকার ফরমান আলীর ছেলে মশিউর রহমান(২৩)
মঙ্গলবার (২৭ আগস্ট )বিকাল সাড়ে পাঁচটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাজার নাটোর হতে রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তুহিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে ২০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাজার নাটোর হতে রাজশাহীগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তুহিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো সময় এক যাত্রীকে তল্লাশী করলে তার কাছ থেকে ২০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে